Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Rural electricity business meeting was held at Kapilmuni for customer service
Details

কপিলমুনির কাশিমনগর বাজারে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক রোববার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়েছে। জি এম হাসান ইমামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সম্পাদক এম মাহমুদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী খায়রুল ইসলাম, সহকারী হিসাব রক্ষক সন্দ্বীপ দত্ত, কপিলমুনি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো:নূর আলম, লাইন ম্যান মতিউর রহমান, গরীব হোসেন, দীপংকর কুমার দাশ, মিলন কুমার ঘোষ, কাজল কুমার দাশ। এছাড়া উপস্থিত ছিলেন, কপিলমুনি রিপোর্টার্স ইউনিটের আহ্বায়ক ও দীপ্ত নিউজের সম্পাদক শেখ দীন মাহমুদ, সদস্য সচিব দৈনিক জন্মভূমির তপন পাল, দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক আজকের তথ্য’র প্রবীর জয়, খুলনা টাইমস’র শেখ নাদীর শাহ, তানজিম মুস্তাফিজ বাচ্চু, পবিত্র মন্ডল, মৃগাঙ্ক মন্ডল, শেখ বিল্লাল হোসেন, অরুন কুমার বিশ্বাস, কালীদাশ অধিকারী, ইলেকট্রিশিয়ান দিপংকর পাল, মঈনুল হাসান লিটু, কবির হোসেন, পরান গাজী, সঞ্জয় বিশ্বাস ও আলমগীর হোসেন প্রমূখ

Images
Attachments
Publish Date
13/10/2019
Archieve Date
20/10/2019