Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Mourning people! Kapilmuni UP chairman's brother Nazrul died
Details

পা্ইকগাছা উপজেলা আওয়ামীলীগ নেতা ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার এর সেজো ভাই নজরুল জোয়ার্দ্দার (৫০) এর অকাল মৃত্যু হয়েছে। পারিবারিক সুত্র জানায়, রবিবার সকাল ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা ও দুই স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে আছরবাদ জ্নাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে কবরাস্থ করা হয়। এদিকে নজরুলের অকাল মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, পাইকগাছার উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আঃলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আনন্দ মোহন বিশ্বাস, সাংবাদিক জি এম হেদায়েত আলী টুকু, ইউনিয়ন আঃলীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, এম এম আজিজুর হাকিম, রফিকুল ইসলাম খান, কপিলমুনি ইউপি সদস্য এজাহার আলী গাজী, ইউনুছ আলী মোড়ল, মোস্তাফিজুর রহমান মিন্টু, শেখ রবিউল ইসলাম, রফিকুল হাওলাদার, রাজ্জাক সরদার, আলাউদ্দীন গাজী, আজিজ বিশ্বাস, সালাম মোড়ল, সচিব আব্দুল গনি গাজী, সাবেক সচিব নারায়ণ চন্দ্র দাশ, রাজীব গোলদার, সাধন ভদ্র, বিধান চন্দ্র ভদ্র প্রদীপ অধিকারী, মুজাহীদ হাজরা, জাহাঙ্গীর বিশ্বাস, কুমকুম রানী দাশ, শেফালী মন্ডল ও রেহেনা আক্তার সহ বিভিন্ন-শ্রেনী পেশার মানুষ।

Images
Attachments
Publish Date
21/10/2019
Archieve Date
31/10/2019